নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ব্যপক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামটি ছিলো শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে নিজেকে মিলিয়ে নেন এমপি সেলিম ওসমান।
প্রতিবারের মত তিনি কয়েকজন ছাত্র-ছাত্রীকে মঞ্চে ডেকে নিয়ে যান এবং তাদের সাথে আলাপচারিতায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় ছাত্র-ছাত্রীরা সেলিম ওসমানকে কাছে পেয়ে বলেন আমরা খুবই আনন্দিত। আজ থেকে সেলিম ওসমান আমাদের বন্ধু। বন্ধু সবসময় আমাদের পাশে থেকে সকল আবদার পূরণ করবেন। এবং স্কুলের জন্য আরো একটি বাস দাবি করেন। ভবিষতেও কলেজটির সকল উন্নয়ন কর্মকান্ডে পাশে থাকার জন্য অনুরোধ করেন।
তারপর অনার্স পড়ুয়া ছাত্র মঞ্চে উঠে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মেয়েরা তাদের বন্ধুর কাছে সব আবদার তুলে ধরেছে। কিন্তু আমরা আমাদের আবদার নিয়ে কার কাছে যাবো। তাই আজ থেকে নাসরিন ওসমান আমাদের বান্ধবী। আমরা আমাদের সকল আবদার তার কাছে পেশ করবো। তিনি আমাদের সকল চাওয়া পূরণ করে দিবেন।
এসময় সেলিম ওসমান বলেন, পাউয়ার বলো আর জীবন বলো দুইটাই আমার কাছে খুব কম রয়েছে। আমি কতদিন বাচঁবো তা জানি না। কিন্তু আমি তোমাদের মাঝে সারাজীবন বেঁচে থাকতে চাই। আমি চাই আমার নারায়ণগঞ্জের ছেলেরা উন্নত শিক্ষার জন্য ঢাকা যাবে না। উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাবে না। নারায়ণগঞ্জের কোন ছেলে মেয়ে বেকার থাকবে না। আমি শুরু করেছি। শেষটা তোমাদের করতে হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ এমপি, কেউ মেয়র, কেউ প্রধানমন্ত্রী হবে। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। নারায়ণগঞ্জকে অত্যাধুনিক হিসেবে গড়ে তুলবে।
এরপর শুরু হয় দুপুরের খাবার ও নামাজের বিরতি। খাবারের পর শিল্পীদের মন-মাতানো গান, নৃত্যে উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা। এরআগে অতিথিরা ফুল দিয়ে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। এ দিন এমপি সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমানের পক্ষ থেকে উপহার হিসেবে সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীদের জন্য ১টি বাস, এবং নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের জন্য ১টি প্রদান করা হয়। সেই সাথে এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে নারায়ণগঞ্জ কলেজের প্রশাসনিক কাজ সম্পাদনের জন্য আরো একটি নোয়া গাড়ি প্রদান করা হয়। সেই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত ক্রিড়া প্রতিযোগীতা ঢাকা জোনে ক্রিকেট, ফুটবল, ও ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় কলেজের ৬৫জন শিক্ষার্থী খেলোয়াড়ের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আরো শিক্ষার্থীদের মাঝে কুপন প্রতিযোগীতায় ফ্রিজ, এলইডি টিভি, মাইক্রো ওভেন, রাইস কুকার সহ মোট ১০টি পুরস্কার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড হোসনে আরা বাবলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা সহ নারায়ণগঞ্জের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।