নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে মাকসুদুল ইসলাম লিখন (২৫) নামের এক চিহ্নিত মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ১৭ এপ্রিল পাগলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এসময় পুলিশের ৩ সদস্য, উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুস শাফিউল আলম শাফী, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) তাজুল ইসলাম ও কনেষ্টবল রোকনুজ্জামান আহত হয়।
ফতুল্লা মডেল থানার ওসি (অপারেশন) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিহ্নিত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী লিখন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এর আগে তাকে রাতে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে বের হলে এ ঘটনাটি ঘটে। লিখনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। তবে এই ঘটনায় সন্ত্রাসী লিখনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে।
আহত লিখনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি দেশী রিভলবার ও ৪শ ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লিখন পাগলা নুরবাগ এলাকার তোতা মিয়ার ছেলে।
এ ব্যপারে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভোর পৌনে ৪টায় এই অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আতœরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ি লিখন গুলিবিদ্ধ হয়। পরে তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে আহত হয় অভিযানে অংশ নেয়া এসআই শাফিউল, এএসআই তাজুল ইসলাম ও কনস্টেবল রোকনুজ্জামান।
এদিকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী লিখনের গ্রেফতার হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করে মিছিল বের করেছে স্থানীয়রা।