নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩১ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বন্দর শাখার আয়োজনে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রাটি বন্দর বি.এম. স্কুল সংলগ্ন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির থেকে শুরু হয়ে বন্দরের মূল সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করেন সৎ সঙ্গ আশ্রমের ছাত্র অনিক সাহা। পরে জাতীয় পতাকা ও সৎ সঙ্গের পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রী অবিনাশ সাহা- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক , শ্রী নিরঞ্জন দেবনাথ- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখা, শ্রী ননী গোপাল দেবনাথ- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় অাশ্রম, হিমাইতপুরধাম, পাবনা, শ্রী চুনিলাল ভৌমিক- সদস্য সচিব, উৎসব উদযাপন কমিটি, শ্রী গোপাল নন্দী- যুগ্ম অাহ্বায়ক, মহোৎসব উদযাপন পরিষদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রী সুকমল চন্দ্র দে, শ্রী জুয়েল ঘোষ ও শ্রী সুশান্ত দে সহ আশ্রমের ভক্তবৃন্দ।
পতাকা উত্তোলনের পর মাতৃবন্দনা পরিবেশন করেন সৎ সঙ্গ আশ্রমের ছাত্র জনি সাহা, রাজিব দাস, বিশ্বজিত সাহা, সুজন দাস ও জনি দাস।
এর আগে সকাল ৭ টা ২৮ মিনিটে ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব লগ্নের স্মৃতিচারণ, সমবেত বিনতি প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, শ্রী বিগ্রহ সমীপে প্রণাম ও অর্ঘ্যাঞ্জলী নিবেদনকিরা হয়।