নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের ২২নং ওয়ার্ডে নিজের অবস্থান সুসংহত করে তুলছেন স্থানীয় কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। ব্যাক্তিগত জীবনে সুলতান আহাম্মদ ভূইয়া বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ওয়ার্ডের লোকজনের সঙ্গে তার রয়েছে গভীর আন্তরিকতা। বিগত সাড়ে ৪বছরে সুলতান আহাম্মদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে ওয়ার্ডের বিভিন্ন স্থানের রাস্তা-ঘাট, হাট-বাজার উন্নয়নের প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে গেছেন। বিশেষ করে বন্দর বজার হতে ১নং খেয়াঘাট নদীর পাড়, অন্যদিকে তাপসের মিষ্টির দোকান হতে এইচ এম সেন রোডের রাজবাড়ী পর্যন্ত, বন্দর পুলিশ ফাঁড়ি হতে ২নং খেয়াঘাট, আমিন আবাসিক এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। এছাড়া বন্দর বাজারের জনগুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ শুরু করায় জন সাধারণের মাঝে স্বস্তির নিঃশ্বাস বইছে। সুলতান মূলতঃ নাসিক মেয়রের একজন আস্থাভাজন হিসেবে ২২নং ওয়ার্ডে অভাবনীয় উন্নয়ন করেছেন বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সুলতান আহাম্মদ জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র তথা সদ্য ঘোষিত উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর আন্তরিকতায় ২২ নং ওয়ার্ডের উন্নয়নের যথাসাধ্য চেষ্টা করেছি। আমার জানা মতে, তাঁর মতো মেয়র বাংলাদেশে দ্বিতীয়জন নেই। বন্দর-নারায়ণগঞ্জের উন্নয়নে আগামীতে তাঁকেই মেয়র হিসেবে দেখতে চাই। আমার দৃঢ় বিশ্বাস বন্দরের সর্বস্তরের জনগণ মেয়র আইভীকে পূণরায় ম্যান্ডেট দিবে ইনশাল্লাহ। সেই সাথে আমিও আশাবাদী ২২নং ওয়ার্ডবাসী আমাকে দূরে ঠেলে দিবেন না। আগামীতে নির্বাচিত হলে ২২নং ওয়ার্ডের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবো। আমি মাননীয় মেয়র আইভীর জন্য প্রাণ ভরে দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন আগামীতে তাকে মেয়র হওয়ার তওফিক দান করেন।