বন্দর ১ নং খেয়াঘাটে যাত্রী হয়রানি চরমে-ঝুঁকি নিয়ে নদী পারাপার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর ১ নং খেয়াঘাটে দিনি দিন যাত্রী হয়রানি চরম আকার ধারণ করেছে। স্থানীয় এমপি আলহাজ্ব সেলিম ওসমান বন্দর ১ নং খেয়াঘাটের টোল মওকুফ করে দিলেও ঘাটের নৌকার মাঝিরা অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। এমপি নৌকা মাঝিদের যাত্রী ১৫ জনের বেশী না নেয়ার নিয়ম বেধে দিলেও মাঝিরা তা মনছেনা। প্রতিটি নৌকায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী বহণ করে থাকে। এতে করে নৌ-দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত এ ঘাটে নৌ-দুঘটনা ঘটে থাকে। সম্প্রতি নৌকা ডুবে যাত্রী হতাহতের ঘটনাও ঘটেছে। এ ছাড়া মাঝি সমিতির নামে চাঁদাবাজিও চলছে নিয়মিত। মাঝি সমিতির প্রভাব দেখিয়ে মাঝিরা অনেক সময় যাত্রীদের সাথে র্দুব্যহারসহ নানা ধরণের হয়রানি করে থাকে। কেউ ব্যবহারিক মালামাল নিয়ে এলে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। কোন যাত্রী এর প্রতিবাদ করলে মাঝিরা মিলে ঐ সকল যাত্রীদের লাঞ্ছিতসহ নাজেহাল করে থাকে।
এ ব্যপারে কলেজ ছাত্রী আফরোজা আক্তার কাকলি জানান, তিনি প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে নদী পাড় হয়ে কলেজে যেতে হচ্ছে। নদীপাড় হওয়ার সময় মাঝিরা নৌকায় এত যাত্রী উঠায় তাতে ভয়ে ভয়ে নদী পাড় হতে হয়। মাঝিদের বললেও তারা কোন কথা কণ্যপাত করে না। উপরন্ত কারা যাত্রীদের উপর চড়াও হয়ে যায়। এ ব্যপারে যাত্রী মো: সোহাগ সিদ্দিক জনান, নদী পাড় হওয়া মানে যুদ্ধ করা। নৌকাগুলি এত যাত্রী উঠায় তাতে নদী পাড় হতে অনেক ভয় পেতে হয়। মনে হয় এখই বুঝি নৌকা ডুবে যাবে। মাঝিদের কিছু বললেও তারা যাত্রীদের কথাও শুনেনা। এ ব্যপারে যাত্রী ইকবাল হোসেন জানান, আমি একটি স্টুডিও চালাই। এ সুবাধে কাজ নিয়ে আমাকে প্রতিদিন ২/৩বার নদী পাড় হয়ে ছবি প্রিন্ট করাতে যেতে হয়। কিন্তু নদীপাড় হওয়া মানেই জীবনটা হাতের মধ্যে নিয়ে যাওয়া। কখন দুর্ঘটনা ঘটে বলা যায়না। নৌকা গুলি নদীপাড়াপারে কোন নিয়ন নীতি নেই। বেপোরোয়া ভাবে চলাচল করে। এছাড়াও বালু বাহী ট্রলারগুলিও বেপোরোয়া ভাবে এসে থাকে। জাহাজ গুলির ঢেউয়ের কারণে অনেক সময় নৌকা মাঝ নদীতে ডুবে যায়। নৌকায় পানি উঠে। যাত্রীরা পারাপাড় হয় আতংকের মধ্যে। তবে এর একটি প্রতিকার হওয়া প্রয়োজন। ১৫ জনের বেশী যাত্রী যাতে নৌকায় না উঠায় এর একটি কঠোর প্রদক্ষেপ প্রশাসন নিলে অনেক যাত্রী হয়রানি ও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে। এ ব্যপারে মাঝি সমিতির সাধারণ সম্পাদক রবিউল জানায়, মাঝিরা ১৫ জন যাত্রী নিয়েই নদী পাড় করতে চায় কিন্তু যাত্রীরা ঘাটে এসে তাড়াহুড়– নৌকায় উঠে বোঝাই করে ফেলে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত