বন্দর বেবী ও সিএনজি স্ট্যান্ডের শ্রমিক কমিটি ঘোষনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন রেজি নং- ৩৫৬১ অন্তভূক্ত বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বেবী ও সিএনজি স্ট্যান্ডের কার্যক্রম পরিচালনার জন্য শ্রমিক কমিটি ঘোষনা করেছেন। ১০ আগস্ট বুধবার বেলা ১১টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ বেবী ও সিএনজি স্ট্যান্ডে এ কমিটি ঘোষনা করা হয়। সে সাথে ঘোষনা করা হয় বন্দর বেবী ও সিএনজি স্ট্যান্ডের শ্রমিক কমিটির উপদেষ্টাদের নাম। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বাকি উপদেষ্টারা হলেন, সমাজ সেবক ও জাপা  নেতা  আজহারুল ইসলাম জিন্না, সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা কাজী সহিদ, সমাজ সেবক ও জাপা নেতা বাহাউদ্দিন খান ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান। শ্রমিক কমিটিতে সভাপতি পদে বন্দর উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য রাজু আহাম্মেদ খান তপন, সহ-সভাপতি পদে আক্তারুজামান, আনোয়ার হোসেন মোল্লা, মোঃ মানিক মিয়া, সাধারন সম্পাদক পদে আব্দুল রশিদ, যুগ্ম সম্পাদক পদে মোঃ মানিক, সহ সাধারন সম্পাদক পদে মোঃ শরিফ ও আজিজ। অর্থ সম্পাদক পদে আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সড়ক সম্পাদক পদে দেলোয়ার বেপারী ও দপ্তর সম্পাদক পদে নূরুল আমিনকে নির্বাচিত করে উপদেষ্টা ও শ্রমিক কমিটি ঘোষনা করা হয়।

বন্দর বেবী ও সিএনজি স্ট্যান্ডের নব শ্রমিক কমিটির সভাপতি ও বন্দর উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য তাপন খান বলেছেন, যাত্রীদের নিরাপত্তা দেওয়া হবে এ কমিটির প্রধান কাজ। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মাদক সেবন করে কেউ গাড়ী চালাবেন না। মাদকের আস্তানা বন্দর বেবী স্ট্যান্ডে থাকবে না। আমরা থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে সকলে মিলে মিশে বন্দর বেবী স্ট্যান্ডে  মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের প্রতিহত করব।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত