নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড এলাকার প্রধান সড়কের ত্রীবেনী সেতুর কাজ ৩ বছরেও শেষ হয়নি। ঠিকাদারের গাফিলতি, পুরনো ব্রিজ ভাঙ্গায় দীর্ঘসুত্রিতা এবং ব্রিজের আশপাশের জায়গা দখল মুক্ত করতে ৩ বছরেও শেষ করতে পারে নেই ত্রীবেনী ব্রিজের নির্মাণ কাজ।
ব্রিজের দৈর্ঘ্য মাত্র ২০ মিটার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে জাইকার অর্থায়নে স্বল্প দৈর্ঘ্যরে এ ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন কলাগাছিয়া, ঘারমোড়া, আলীনগড়, ফেরাযীকান্দা, মদনগঞ্জ, দড়িসোনাকান্দাসহ আসপাসের এলাকার নিয়মিতি যাত্রী ও ওয়ার্ড বাসীরা।
এ ব্যাপারে ডালিম হায়দার জানান, এক বছরের কাজ দীর্ঘ ৩ বছরেও সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার। নির্মাণ কাজে ধীর গতির কারণে জনর্দূভোগ চরম আকার ধারণ করেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সূত্র জানায়, ঠিকাদার গিয়াসউদ্দিন আহমেদ ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদারী পান। নতুন ব্রিজ নির্মাণের জন্য তিনি ৩ বছর আগে পুরনো ব্রিজটি ভেঙ্গে ফেলেন। এরপর নতুন ব্রিজ নির্মাণ শুরু হলেও কাজে ধীর গতির কারণে ৩ বছরেও ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়নি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন গিয়ে ব্রিজ নির্মাণস্থলে কাউকে পাওয়া যায়নি।
এ সময় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দুই বছর আগেই কাজের মেয়াদকাল শেষ হয়ে গেছে। কিন্তু এখনও নির্মাণ শেষ করতে পারেনি ঠিকাদার। ঠিকাদারের স্বেচ্ছাচারিতার কারণে এ পথে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এ ব্যাপারে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হান্নান সরকার বলেন, ঠিকাদারের গাফিলতি কারনে ৩ বছরেও শেষ হয়নি বন্দরের ত্রীবেনী ব্রিজ নির্মাণ কাজ। আমি ঠিকাদারকে চাপ দিবো যত দ্রত সম্বপ যাতে যানবাহন চলাচল করতে পাওে সেই ব্যবস্থা করতে।
এ ব্যাপারে ঠিকাদার গিয়াসউদ্দিন আহমেদ বলেন, বন্দর ত্রীবেনী ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। এখন চলছে অ্যাপ্রোচ রোড নির্মাণ। পুরনো ব্রিজ ভাঙ্গতে অনেক সময় লেগেছে। এ ছাড়া ব্রিজের দুই পাশের জায়গা দখল মুক্ত করতে সময় লাগায় ব্রিজ নির্মাণে সময় লেগেছে।