বন্দর ও সোনারগাঁয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে চলমাল জঙ্গীবাদ কার্যক্রমের বিরুদ্ধে দেশের সর্বস্তরের সকলকে সচেতন করার প্রয়াসে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানব বন্ধনের যে কর্মসূচি হাতে নেওয়া হয়, তার সাথে একাত্বতা পোষণ করে মানববন্ধন করেছে বন্দরের ধামগড় ইউনিয়নস্থ মালিভিটা-কামতালের ঐতিহ্যবাহী নূরুণ আলানূর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও সোনারগাঁয়ের সদিপুর ইউনিয়নস্থ শতবর্ষী পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজ। এ দিন অত্র শিক্ষাপ্রতিষ্ঠান ২টিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলে সমবেত হয়ে মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে।

নূরুণ আলানূর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অত্র মাদ্রাসা সুপার মাওঃ আব্দুস সাত্তার, সহ সুপার মাওঃ মোরশেদ মোল্লা, মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থী এবং পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শাহ্জাহান মিয়া ও আঃ মতিন মিয়া, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া, ছাত্রলীগ কর্মী রাসেল প্রধান, যুবলীগ কর্মী মোঃ দেলোয়ার হোসেন, আঃ রহিম ও আবু রায়হান রনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মাসপূর্তিতে জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক আসার পাশাপাশি ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন’ ‘দেশের মানুষ শান্তিপাক, জঙ্গীবাদ নিপাত যাক’, ‘জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই’ শ্লোগানকে প্রতিপাদ্য রেখে মানববন্ধন সম্পন্ন হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত