বন্দর উপজেলা প্রশাসনের কোভিড-১৯ জনসচেতনতা মূলক প্রচারনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জনসাধারনকে মাস্ক ব্যবহার ও বারবার সাবান পানি দিয়ে হাত মুখ ধোয়ার আহবান জানিয়ে ব্যাপক প্রচারনা চালিয়েছে বন্দর উপজেলা প্রশাসন। ১লা এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এ প্রচারনা চালায় উপজেলা প্রশাসন।

প্রচারনা কালে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জন-সাধারনের উদ্দেশ্যে বলেন, যে কোন মহামারি ও র্দূযোগ মোকাবেলায় বন্দর উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে।  কোভিড-১৯ এর প্রাদুভাব ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে। প্রতিদিনেই বাড়ছে সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। তাই আমাদের সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। আপনারা আতংকিত না হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহবান জানাচ্ছি। প্রচারনা কালে বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এর রশীদ, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মেহেবুবা সাঈদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত