বন্দর উপজেলা নির্বাচনে সানু ও শান্তার জয়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পঞ্চম ধাপে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগ নেত্রী সালিমা হোসেন শান্তা বিজয়ী হয়েছেন৷ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়৷

বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ রশিদ।

ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীকে ১১৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে আকতার হোসেন বই প্রতীকে পেয়েছেন ২৪৬৮ ভোট, নুরুজ্জামান তালা প্রতীকে পেয়েছেন ২৪০৯ ভোট, হাফেজ পারভেজ হাসান চশমা প্রতীকে পেয়েছেন ২৬৮ ভোট ও শহীদুল ইসলাম জুয়েল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পেয়েছেন ৪৮৭ ভোট।

এখানে ভোট মোট পড়েছে ১৭৩৩৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ৬২টি ভোট।

এদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন শান্তা ফুটবল প্রতীকে ১১৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার কলস প্রতীকে পেয়েছেন ৪১৪২ ভোট  ও যুব মহিলা লীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা হাঁস প্রতীক পেয়েছেন ১৮১০ ভোট।

এখানে ভোট মোট পড়েছে ১৭৩৩০টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪১টি ভোট।

 

add-content

আরও খবর

পঠিত