নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ মার্চ) এই আদেশ দেন।
এহসান উদ্দিন আহমেদের সাময়িক বরখাস্তের আদেশে স্থগিতাদেশের পাশাপাশি স্থানীয় সরকার সচিব, রেজিস্টার জেনারেল, অতিরিক্ত সচিব, ডেপুটি রেজিস্টার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, উপপরিচালক(স্থানীয় সরকার) ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে সাময়িক বরখাস্তের আদেশটি চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন এহসান উদ্দিন আহমেদ।
এহসান উদ্দিন আহমেদ বলেন, সাময়িক বরখাস্তের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়। পরে হাইকোর্ট ওই সাময়িক বরখাস্তটি আগামী তিন মাসের জন্য স্থগিত করেন।
উল্লেখ্য, জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স বাবদ ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।