নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকার থেকে প্রাপ্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ঐচ্ছিক তহবিলের ৩ লাখ ৫০ হাজার টাকার সাথে ব্যক্তিগত তহবিল থেকে আরো ৪ লাখ টাকা যুক্ত করে বন্দর উপজেলার ৭৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুদান দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অধ্যরনরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার পথ সুগম করার লক্ষ্যে তিনি এ অনুদান প্রদান করেছেন। সেই সাথে প্রকৃত গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের কাছে এই অর্থ তুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখেছেন তিনি।
শনিবার ১০মার্চ বিকেল ৫টায় বন্দর সমরক্ষেত্র মাঠে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বন্দর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে মত বিনিময় কালে তিনি এ অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মত বিনিময় শেষে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর মাঝে একটি করে প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তর থেকে প্রদত্ত ল্যাপটপ বিতরণ করা হয়।
মত বিনিময় সভায় আগামী ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমরক্ষেত্র মাঠে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন। যাতে করে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারে। এতে করে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি পাবে এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।
সভায় উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান রেখে বলেন, আমি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ মাত্র দুইটা জিনিস চাই। একটি হলো রেজুলেশন আর অন্যটি হলো লিখিত ভাবে স্কুল গুলোতে বিদ্যমান সমস্যা। আমার হাতে এখনো ৮মাস সময় আছে। এই সময়ে আমি আপনাদের দেওয়া সমস্যা গুলোর সমাধান করে যেতে চাই।
তিনি আরো বলেন, শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগড়। বন্দরে ছাত্র/ছাত্রীদের জন্য ২টি বাস ক্রয় করেছি। প্রতিমাসে ড্রাইভারকে বেতন দেওয়া হচ্ছে এবং সার্ভিসিং করানো হচ্ছে। কিন্তু কেউ শিক্ষা সফরে যাচ্ছেন না। শিশুদের বিভিন্ন জায়গা স্বচক্ষে না দেখালে তাদের মেধার বিকাশ কিভাবে ঘটবে।