বন্দরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফলদ বৃক্ষ মেলা-২০১৯ইং এর উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায়  বন্দর উপজেলা পরিষদ চত্ত্বরে হতে বর্ণাঢ্য র‌্যালির বের করা হয়। এ উপলক্ষে  র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বন্দর উপজেলা অডিটিউরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

৩দিন ব্যাপী এই বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা কৃষক অফিসার ফারহানা সুলতানা, বন্দর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার আবু সাঈদ তারেক, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও প্রমুখ। পরিশেষে উপস্থিত ৩ স্কুল প্রধান, ২জন কৃষক ও সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফল গাছের চারা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৩ দিন ব্যাপী এই মেলায় ১৪টি স্টলের মধ্যে দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ২৯ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত এ মেলার কার্যক্রম অব্যাহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত