নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মাদকাসক্ত মেঝ ভাই ফয়েজ আহাম্মদের ধারালো অস্ত্রের আঘাতে ২ ভাই রক্তাক্ত জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ১৬ আগস্ট মঙ্গলবার বিকালে আহত ছোট ভাই সাইদুল বাদী হয়ে মাদকাসক্ত মেঝ ভাই ফয়েজ আহাম্মেদ ও তার স্ত্রী হালিমা বেগমকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪ (৮) ১৬ ধারা- ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৫০৬ দঃ বিঃ।
আহতরা হলো আব্দুল্লাহ (৩৬) ও সাইদুল (৩০)। এ ব্যাপারে মামলার বাদী আহত সাইদুল সাংবাদিকদের জানায়, পারিবারিক কলহের জের ধরে আমার মাদকাসক্ত মেঝ ভাই ফয়েজ আহাম্মেদ ও তার স্ত্রী হালিমা বেগম ক্ষিপ্ত হয়ে আমার বড় ভাই পান দোকানী আব্দুল্লাহ (৩৬) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আমার বড় ভাইয়ের আতœচিৎকার শুনে আমি এগিয়ে আসলে আমাকে বেদম পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের ২ ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ২ দিন অতিবাহিত হলেও সন্ত্রাসী ও মাদকসেবী মেঝ ভাই ফয়েজ আহাম্মদকে গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসী ফয়েজ আহাম্মদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করলে মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দামকি অব্যহত রেখেছে। সন্ত্রাসী ফয়েজ আহাম্মদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে মামলার বাদীসহ তার পরিবার।
তিনি আর জানান, বন্দর উপজেলার পরিষদের কৃষি অফিসের সহকারি হিসেবে র্দীঘ দিন ধরে কাজ করে আসচ্ছে। কৃষি অফিসে কাজ শেষ করে প্রতি রাতে আমার মেঝ ভাই ফয়েজ আহাম্মেদ মাদকাসক্ত হয়ে বাড়ী ফিরে। এবং তুচ্ছ ঘটনা নিয়ে কারনে বা অকারনে আমাদের সাথে নানা ভাবে ঝগড়া লিপ্ত হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট সোমবার রাতে ফয়েজ আহাম্মেদ মাতাল হয়ে বাড়ী ফিরে। এবং আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে। এতে আমি প্রতিবাদ করলে মাদকাসক্ত মেঝ ভাই ফয়েজ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে আমাদের ২ ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।