বন্দরে ২ ছিনতাইকারিকে শীতাকুন্ড থানা পুলিশে সর্পোদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নিট র্গামেন্টসের প্রস্তুতকৃত ৩শ ৪১ কাটুন টির্শাট সহ আটককৃত ২ ছিনতাইকারিকে অবশেষে শীতাকুন্ড থানা পুলিশের কাছে সর্পোদ করেছে বন্দর থানা পুলিশ । ১৫ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের শীতাকুন্ড থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার জলিল উদ্দিন মিয়ার দুই ছেলে রাজিব (৩১) ও হাসিব (২৮)।  এ ঘটনায় সাগর ট্যেন্সের্পোটের মালিক ফিরোজ মিয়া বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৪)২১।

এ ব্যাপারে সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক টিপন মজুমদার গণমাধ্যমকে জানান, ১৪ই এপ্রিল বুধবার বিকালে সাগর ট্যেন্সের্পোট নামে একটি কর্ভাডভ্যান যোগে নারায়ণগঞ্জ থেকে নিট র্গামেন্টসের প্রস্তুতকৃত ৩শ ৪১ কাটুন টির্শাট নিয়ে চট্রগ্রাম জেলার সীতাকুন্ড এলাকায় যাওয়া উদ্দেশ্যে রওনা হয়। পরে পন্যবাহী কর্ভাডভ্যানটি ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে মদনপুর এলাকায় আসলে ওই সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারি রাজিব ও হাসিবসহ বেশ কয়েকজন ছিনতাইকারি পন্যবাহী কর্ভাডভ্যানটি ছিনতাই করে রাত ১০টায় বন্দর উপজেলার দড়ি-সোনাকান্দা এলাকায় নিয়ে আসে। পরে ছিনতাকারিরা ৩শ ৪১ কাটুন টির্শাট লেডিস ফকিরের বাড়ীতে এনে রাখে। বিষয়টি স্থানীয় জনতার নজরে পরলে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ আজগর ও বন্দর থানার সেকেন্ড অফিসার মোদাচ্ছেরসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকৃত ৩শ ৪১ কাটুন টির্শাট জব্দসহ দুই ছিনতাইকারিকে আটক করতে সকক্ষম হয়। পরে আটককৃত ছিনতাইকারিদের বৃহস্পতিবার দুপুরে আমাদের কাছে সোর্পদ করে।

add-content

আরও খবর

পঠিত