নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে কামাল হোসেন(২৪) নামে এক হেসিয়ারী শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় পুরান বন্দর প্রধাণ বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহননকারী কামাল হোসেন পুরান বন্দর প্রধাণ বাড়ী এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, বিগত ৪ বছর পূর্বে বাড়ইপারা এলাকার খোরশেদ মিয়ার মেয়ে মৌমিতার সঙ্গে পুরান বন্দর প্রধাণবাড়ী এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে কামাল হোসেনের সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্ত জীবনে কলহের সৃষ্টি হয়। এর মধ্যে তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম জুবায়ের(৩)। একাধিকবার স্বামীর সাথে স্ত্রী মৌটুসীর বিবাদ সৃষ্টির কারনে সে পিত্রালয়ে চলে যায় পরে তার স্বামী শর্তসাপেক্ষে নিজ বাড়ীতে নিয়ে আসে। গত নভেম্বর স্ত্রী মৌটুসী পূণরায় স্বামীর সঙ্গে বিবাদে ঝড়ালে স্বামীর বিরোদ্ধে ৪ ধারায় যৌতুক মামলা দায়ের করে কামাল হোসেনকে গ্রেফতার করায়। পরে কামাল হোসেন ১মাস কারাভোগবাস করে জামিনে মুক্ত হন। পরে কামাল স্ত্রী মৌটুসীর সঙ্গে আপোশ করতে গেলে তারা বিভিন্ন শর্ত ছুড়ে দেয়।
এদিকে ৪ ফেব্রুয়ারী তারিখে কামাল হোসেনের কোর্টে যৌতুক মামলার হাজিরা। পারিবারিকভাবে দ্বিধা-দ্বন্দে থাকা কামাল হোসেন মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এর ধারাবাহিকতায়, শুক্রবার রাত ৮টায় পুরান বন্দর প্রধাণবাড়ীস্থ নিজ বসত ঘরে সকালের অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়িকাপড় পেচিয়ে আত্মহত্যা করে। তার পিতা নাসির মিয়া বসত ঘরে প্রবেশ করে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোক এসে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বন্দর থানার এসআই সালাউদ্দিন দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।