নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরের মদনপুরে পুলিশের উপর হামলা ও ভাঙ্গচুর মামলায় ইউপি সদস্য খলিল মেম্বারসহ ১১ জনকে ১দিনের রিমান্ড শেষে ফের আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাদের ১দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য বন্দর থানায় প্রেরণ করা হয়। বন্দর থানা পুলিশ ১দিনের রিমান্ড শেষে সোমবার (৪ মার্চ) সকালে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করে। যার মামলা নং ২৫(০১)১৯ইং। ধারা-১৪৩/৩২৬/৩০২দ:বি।
রিমান্ডকৃত আসামীরা হচ্ছে, মদনপুর ৪নং ওয়ার্ডের মেম্বার চানপুর এলাকার এলাহী বক্সের ছেলে খলিলুর রহমান(৫০), একই এলাকার এছাক মিয়ার ছেলে মনির হোসেন(৩৫), খলিরুর রহমানের ছেলে ফাহাদ(২২), শরাফত আলীর ছেলে মারুফ(৩০), আবুল কালামের ছেলে দিপু(৩৩), অপু(২৮) ও মুন্না(৩০), কালা মতিনের ছেলে সুজন(৩৪), শরাফ আলীর ছেলে আরিফ(৪৪), জামাল উদ্দিনের ছেলে মাঈনউদ্দিন(৩৬), দুদু সরদারের ছেলে কামাল হোসেন(৩৩)।
উল্লেখ্য, গত ১২জানুয়ারি বন্দরের চানপুর এলাকায় ওয়ারেন্টের আসামি গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। এ সময় মদনপুরের ইউপি সদস্য খলিল মেম্বারের লোকজন আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। আসামি পক্ষের সন্ত্রাসীরা পুলিশের দু’টি গাড়ি ভাংচুর করে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আসামিপক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশের দুইটি গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় আশিক নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক মো: আলী বাদী হয়ে খলিল মেম্বারসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।