নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে হিন্দুধর্মাবম্বীদের সরস্বতী পুজা মন্ডপে হামলা চালিয়ে ৩টি মূর্তি ভাঙ্গচুরসহ বাড়িঘরে হামলার ঘটনায় ৪ উশৃঙ্খল যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে তিনগাও মধ্যপাড়া এলাকার পুজা মন্ডপে আনন্দ-উল্লাসের একপর্যায়ে এ ঘটনাটি ঘটে।
ধৃতরা হচ্ছে, থানার তিনগাও উত্তর পারা এলাকার মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে শফিকুল(২৩), একই এলাকার করিম মিয়ার ছেলে সুজন(২২), আইয়ুব আলীর ছেলে শাহীন(২৫) ও শহিদের ছেলে হৃদয়(২৫)। এ ব্যাপারে বন্দর থানায় লোকনাথ বিশ্বাস বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার রাত ৮টায় তিনগাও মধ্যপাড়া এলাকার লোকনাথ বিশ্বাসের বাড়ীতে প্রতি বছরের ন্যায় এবারও সরস্বতী পুজা উপলক্ষে পূজামন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ পুজাটি হিন্দু ধর্মাবম্বিদের অন্যতম পুজা। এ পুজায় সঙ্গীতানুষ্ঠানের এক পর্যায়ে ওই এলাকার বহিরাগত উশৃঙ্খল উল্লেখিত ৪ যুবক মদ্যপান করে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে পুজা পরিচালনাকারী ব্যাক্তিরা তাদের বাধাপ্রদান করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায়, ওই দিন রাত ১২টায় পুজার অনুষ্ঠান সমাপ্তির পর পরই একই এলাকার উশৃঙ্খল ৪ যুবক যথাক্রমে শফিকুল,সুজন,শাহীন ও হৃদয়সহ অজ্ঞাতনামা ৫/৬জন লোকনাথ বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে হিন্দুধর্মের অবমাননা স্বরুপ কটাক্ষ করে তার আঙ্গিনায় থাকা মন্ডপের ৩টি মূর্তি রাস্তায় নিয়ে সজোরে নিক্ষেপ করে ভেঙ্গে ফেলে। পরে তারা লোকনাথ বিশ্বাসের বসতঘরে প্রবেশ করে মূল্যাবান জিনিসপত্র ভাঙ্গচুর করে ও হুমকি প্রদর্শণ বরে চম্পট দেয়।
এ ব্যাপারে বন্দর থানার এসআই শাখাওয়াত হোসেন মৃধা জানান, ধৃত ৪ উশৃঙ্খল যুবককে গ্রেফতার করে মামলা দেয়া হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিতদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।