নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনকে বেদম ভাবে পিটিয়ে গুরুত্বর জখমসহ শ্লীতাহানী করা অভিযোগ পাওয়া গেছে বড় ভাই ও তার ৩ সন্ত্রাসী ছেলের বিরুদ্ধে । ২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে বন্দর থানার নবীগঞ্জস্থ বাগের জান্নাত কবরস্থানের দক্ষিন পাশে এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলো আলম মিয়া (৪৫) তার স্ত্রী তাসলিমা বেগম (৩৮) ও স্কুল ছাত্রী ছোয়া (১৭)। এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত গৃহবধূ তাসলিমা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় সন্ত্রাসী পিতা ও পুত্রসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন এলাকার মৃত ইউনুছ আলী মিয়ার ছোট ছেলে আলম মিয়ার ৩ বছরের অবুঝ মেয়ে আফিয়া তাদের বাড়ি সামনে প্রসাব করে। প্রসাব করার জের ধরে অবুঝ শিশু আফিয়ার বড় চাচা মাঈন উদ্দিন মিয়া গালমন্দ করে। এ নিয়ে ছোট শিশু আফিয়া মা তাসলিমা বেগমের সাথে তার ভাসুর মাঈনউদ্দিন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনউদ্দিন মিয়া ও তার স্ত্রী লিজা বেগম এবং তার সন্ত্রাসী তিন ছেলে রহিত, সিহাব মেহেগ লাঠী সোটা দিয়ে বেদম ভাবে পিটিয়ে আহত করে। মাকে বাঁচাতে স্কুল পড়–য়া মেয়ে ছোঁয়া এগিয়ে আসলে তাকেও বেদম ভাবে পিটিয়ে জখম করাসহ শ্লীতাহানী করে। সংবাদ পেয়ে আলম মিয়া তার স্ত্রী ও তার মেয়ে বাঁচাতে আসলে ওই সময় উল্লেখিত সন্ত্রাসী পিতা ও পুত্ররা আলম মিয়াকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারিরা মা ও মেয়ের কাছ থেকে ২টি গলার চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।