নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাব সংলগ্ন শেখ রাসেল স্মৃতি সংসদ এখন কাঁচা বাজার। সিটি কর্পোরেশন রাস্তা বৃদ্ধির সময় শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যলয়টি ভাঙ্গা হয়। এর পর থেকে শেখ রাসেল স্মৃতি সংসদের কর্মকর্তারা এ কার্যলয় নির্মাণের কোন উদ্যোগ নেয়নি। পরে খালি জায়গা পেয়ে এখানে কাঁচা বাজার বসে। বর্তমানে নারায়ণগঞ্জ বন্দরের শেখ রাসেল স্মৃতি সংসদটি কাঁচা সবজির দোকান। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারের পক্ষ থেকে বন্দর উপজেলা ৫ টন চাল বরাদ্ধ দেন শেখ রাসেল স্মৃতি সংসদ মেরামতের জন্য। শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ৩৯৮ স্বারকে গত ১৮/৬/১৩ ও ২০/৬/১৩ তারিখে ২ দফায় ৫ টন মাল গ্রহণ করেন। বরাদ্ধ পাওয়ার ৩ বছর পেরিয়ে গেলেও তা আজও মেরামত হয়নি। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন জানান, ২০১৩ সালে আমি দায়িত্বে ছিলাম না। তবু সরকারি মাল তছরুপ করা কারো অধিকার নেই। শেখ রাসেল স্মৃতি সংসদের নামে যদি সরকারি বরাদ্ধ নিয়ে কাজ না করে তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি খতিয়ে দেখব। এ ব্যাপারে বন্দর শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আওয়ামীলীগ নেতা কাজী জহিরের সাথে আলাপ করলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা বরাদ্ধ পেয়েছি। ৩ বছর পূর্বে শেখ রাসেল স্মৃতি সংসদ ভাঙ্গার পরে পিছনে কিছু মাটি ভরাট করা হয়েছে। বাকি টাকা জমা আছে। তবে শেখ রাসেল স্মৃতি সংসদের জমি নিয়ে আদালতে মামলা রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞার ফলে নতুন করে কাজ করা যায়নি। মামলা নিস্পত্তি হলে সুন্দর ও আধুনিক ভাবে শেখ রাসেল স্মৃতি সংসদের ভবন করা হবে।