বন্দরে শিক্ষার্থীকে পান করানো হলো টয়লেটের পানি!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতনিধি ) : বন্দরে র‌্যাগিংয়ের নামে অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্র আসিফ। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আসিফের বাবা মাসুম বিল্লাহ।

আহত আসিফ জানান, তিনি বন্দরের মেরিন টেকনোলজিতে প্রথম বর্ষের ছাত্র। মেরিনে বড় ভাই খ্যাত দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররা প্রথম বর্ষের ছাত্রদের দিয়ে র‌্যাগিংয়ের নামে বিভিন্ন শারীরিক কসরত, কাপড় ধোয়ানোসহ অনেক কাজ করান। এ ঘটনায় আসিফ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করায় বৃহস্পতিবার রাতে বড় ভাই রিয়াজুল, গোলাম আজম, আলিফসহ অনেকে তাকে ধরে ছাত্রাবাসের পুরাতন ভবনে নিয়ে যান। পরে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্যাতন করেন।

নির্যাতনের বর্বরতা বর্ণনা করতে গিয়ে আসিফ জানান, তাকে টয়লেটের পানি পান করানোসহ ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়। ঘটনাটি জানতে পেরে বন্দর থানার এএসআই শামীম ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেন।

মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শরীফা সুলতানা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এ ঘটনায় সিনিয়র ইন্সপেক্টর তাকিউদ্দিন সানিকে প্রধান করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে অভিযুক্ত ছাত্ররা অধ্যক্ষের অফিস ঘেরাও করে আহত ছাত্রের সঙ্গে মিলিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিত ছাত্রের বাবার লিখিত অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত