নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, সরকারের আন্তরিক সহযোগিতার ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড পর্যন্ত ৪শ’ কোটি টাকার কাজ চলছে। যা বন্দরের জনগণ স্বাক্ষী। ইতিমধ্যে প্রতিটি রাস্তা আরসিসি ও গভীর ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে করে জনগণ এলকন জলাবদ্ধতা থেকে রেহাই পেয়েছে। আরও ৩৫ কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে। বাকি ১০ মাসে যে সকল কাজ চলছে তা শেষ করার চেষ্টা রয়েছে। আমি পুনরায় মেয়র না হলেও এ কাজ বন্ধ থাকবে না। সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো এত কাজ হয়নি। যে কাজ হাতে নেয়া হয়েছে তা শেষ হলে আমি আশা করি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বাংলাদেশের মধ্যে একটি মডেল সিটি করপোরেশন হবে। এ সকল কাজের জন্য জাইকা, বিশ্ব ব্যাংক, এমিয়া উন্নয়ন ব্যাংক, ইউএনডিপি অর্থ দিয়ে যাচ্ছে। যদি আমি ভাল কাজ করি তবে জনগণ সেই কাজের বিচার করবেন। আমি কারো ক্ষতি করিনি। শুধু মানুষের অধিকার বাস্তবায়নের জন্য মাঝে মধ্যে কড়া কথা বলেছি। তা আমি বলেই যাব। এতে কারো ভাল লাগোক আর নাই লাগোক। আমি আনন্দিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ঠিকাদাররা কাজ করতে কোথায়ও চাঁদা দিতে হয়। কোন কর্মকর্তাকে ঘোষ দিতে হয়না। যার দরুন কাজ সঠিক হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ণ কাজ কেউ ঠেকাতে পারবেনা। গতকাল বৃহস্পতিকার বন্দরের রামনগরস্ত ২৬ নং ওয়ার্ডে ৩ কোটি ৬১ লাখ টাকা ব্যায়ে আর সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মদনগঞ্জ মদনপুর হাইওয়ে সড়ক হতে সোনাচড়া ডক ইয়ার্ড হয়ে শীতলক্ষা নদীর পাড় ও রামনগর রাস্তা হতে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের বাড়ি হয়ে রামনগর স্কুল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ হবে। ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর শাহী ইফ্ফাত জাহান মায়া, ইঞ্জিনিয়ার সিরাজী, ইঞ্জিনিয়ার আনোয়ার, মাসুম হাসান, হাজী জাহাঙ্গীর, শাশীম, আনোয়ার, মোতালেব, হিরু, আউয়াল, বাদল, রাসেল, তারেক, বাপ্পী, রাতুল, শাওন, বাবু, এড. শাখাওয়াত হোসেন ও শুক্কুর প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচলানা করেন মাওলানা জাকির হোসেন। উদ্বোধন শেসে মেয়র আইভী ২৭ নং ওয়ার্ডের ফুলহর এলাকা ঘুরে দেখেন। এ সময় ফুলহরের নারী পুরুষ মেয়রের উন্নয়ণ কাজের প্রশংসা করেন এবং তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তিনি ফুলহরের বিভিন্ন এলাকা ঘুরে যে সকল রাস্তার কাজ বাকি আসে তা দ্রুত করে দেয়ার প্রুতশ্রুতি দেন।