নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে নুরবাগ যুব সংঘের সাধারণ সম্পাদক মো: রাজুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। ৩রা আগস্ট শনিবার বিকালে থানার নুরবাগ এলাকা হতে মানববন্ধনটি বন্দর বাজারস্থ প্রতিবাদ সভায় মিলিত হয়।
এতে এলাকাবাসী ছাড়াও অংশ নেন নুরবাগ যুব সংগঠন, উৎসর্গ যুব সংগঠন, স্বপ্নপুর যুব সংগঠন, হিলফুল ফুজুল শান্তি সংঘ ও নুরবাগ মাদক নির্মূল কমিটির সদস্যরা।
এ সময় এলাকাবাসী জানায়, বন্দরের ২২নং ওয়ার্ডস্থ নুরবাগ এলাকার সন্তান নুর ইসলাম মিয়ার ছেলে মো: রাজু একজন সমাজ সংগঠক। তিনি এই এলাকার সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নুরবাগ এলাকার বিভিন্ন মাদক বিরোধী অভিযানে রাজু ছিলো সবচেয়ে অগ্রভাগে। তার কারনে নুরবাগ এলাকার অধিকাংশ মাদক নিয়ন্ত্রনে এসেছে। সে বর্তমানে কখনো সন্ত্রাসের সাথে লিপ্ত হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে থানার কলাবাগ এলাকায় আবুল হোসেনের ছেলে রায়হানকে কুপিয়ে আহত কারার ঘটনায় রাজু কোনভাবেই জড়িত ছিলো না। মূলত সেদিন নুরবাগ এলাকার কুখ্যাত আবুল ওরফে বুইট্টা আবুলের ছেলে রায়হানের সাথে স্থানীয় যুবকদের সাথে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের সংঘর্ষে রায়হান গুরুতর আহত হন। এখানে রাজুকে পরিকল্পিতভাবে ফাসাঁনো হচ্ছে। কেননা, এর আগে সমাজ সংগঠক রাজু ওই পরিবারের বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করেছিল। মূলত সে কারনেই উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রতিশোধ নিতে এ মিথ্যা মামলা দায়ের করেছে।
প্রশাসনের নিকট আমাদের জোর দাবী তারা যেন ঘটনাটি পুন:তদন্তের মাধ্যমে মূল আসামীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করে ।