নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে যাত্রী সেজে মিশুক ছিনতাই করে বিক্রি করার সময় স্থানীয় জনতা ৩ ছিনতাইকারিকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় কৌশলে পালিয়ে গেছে সজিব নামে আরো এক ছিনতাইকারি। ২০ জুলাই সোমবার বিকাল ৪টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ হাজী আবু তালেব মিয়ার রাইস মিলের সামনে থেকে ওই ৩ ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।
আটককৃত ছিনতাইকারিরা হলো বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার মৃত আলমগীর মিয়ার ছেলে আরমান (২০) একই এলাকার ফারুক মিয়ার ছেলে রোহান (১৮) ও বরিশাল জেলার বাটের কান্দি এলাকার আফজাল মোল্লা মিয়ার ছেলে মামুন (২০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উল্লেখিত ৪ ছিনতাইকারি গত ১৯ জুলাই রবিবার রাতে বন্দর উপজেলার কাইকারটেক এলাকা থেকে একটি মিশুক ভাড়া নিয়ে যাত্রী সেজে কলাগাছিয়া ইউনিযনের নিশং এলাকায় আসে। পরে ছিনতাইকারিরা মিশুকের চালককে বেদম ভাবে পিটিয়ে ছিনতাইকৃত মিশুকটি বিক্রি করার জন্য ঘারমোড়া বিশ^নবী মাদ্রাসার সামনে রাখে। পরে স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে ৩ ছিনতাইকারিকে আটক করতে সক্ষম হলেও অপর ছিনতাইকারি সজিব কৌশলে পালিয়ে যায়। পরে জনতা আটককৃত ছিনতাইকারিদের গনপিটুনী দিয়ে ওই দিন বিকালে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশের কাছে সোর্পদ করে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানায় মামলা রুজু প্রস্তুতি চলছে।