বন্দরে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে পূর্ব শত্রুতার জেরে রুমেল (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ উশৃঙ্খল মারুফ ভূইয়া ও তার সহযোগীরা। ২১ই এপ্রিল বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ কদম রসুল কলেজ মাঠের সামনে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বুধবার রাতেই আহতের বোন রিমি আক্তার বাদী হয়ে অভিযুক্ত মারুফ ভূইয়াকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানা গেছে, কদম রসুল কলেজ মাঠ এলাকার মকবুল মিয়ার ছেলে মৎস্য ব্যবসায়ী রুমেলের সাথে একই এলাকার মৃত হামিদ ভূইয়ার ছেলে মারুফ ভূইয়ার দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত বুধবার রাতে মৎস্য ব্যবসায়ী রুবেল কদম রসুল কলেজ মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় উশৃঙ্খল মারুফ ভূইয়া ও তার সহযোগীরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে রুবেল প্রতিবাদ করলে উশৃঙ্খল মারুফ ভূইয়া লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্ষাক্ত জখম করে। আহতাবস্থায় রুমেল চিৎক্রা করলে হামলাকারীরা তার কোমরে থাকা নগদ ৭০ হাজার টাকা, গলায় থাকা ৮ আনি স্বর্ণের চেইন, পকেটে থাকা একটি এড্রয়য়েড মোবাইল সেট লুটে নিয়ে প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায়। আহত রুমেলকে আশপাশের লোকজন এগিয়ে এসে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত মৎস্য ব্যবসায়ী রুমেলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা।

add-content

আরও খবর

পঠিত