বন্দরে মামলা পর ছিনতাইকৃত মটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে এক মটর সাইকেল আরহীকে বেদম পিটিয়ে ও গলায় ছুরি ঠেকিয়ে মটর সাইকেল ছিনিয়ে নেওয়া ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ৬ই মার্চ শনিবার রাতে মটর সাইকেল আরহী উজ্জল বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(৩)২১।

এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত মটর সাইকেলটি উদ্ধারসহ দুই ছিনতাইকারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সুদূর ভোলা জেলার চর ফ্যাশন থানার চক বাজার এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে মাহাদী (২৭) ও বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকার রফিকুল ইসলাম মিয়ার ছেলে রাকিব ওরফে পিয়াল (২৮)। পরে পুলিশ আটককৃতদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ৭ই মার্চ দুপুরে আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, গত ১লা মার্চ কুমিল্লা জেলার মেঘনা থানার মহিশারচর এলাকার জামাল উদ্দিন মিয়ার ছেলে উজ্জল (২৬) তার শ^শুড় বাড়ী ঢাকা বাদমতলী থানাধীন মেরাজনগর ইউনুস টাওয়ারে বেড়াতে আসে। পরে গত ৫ র্মাচ বিকালে উজ্জল বন্দর উপজেলার সাবদী এলাকায় বেড়াতে আসে। বেড়ানো শেষে রাত ১০টায় বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওনা করে বন্দর উপজেলার সাবদী টু কাইকারটেক বালুচর এলাকায় আসলে ওই সময় ছিনতাইকারিরা পথরোধ করে হত্রার হুমকি প্রদান করে গরায় ছুরি ঠেকিয়ে ইঞ্জন নংবিজিএ ১৫৪৮১৪  চেসিস নং- এসবি৮এনজি৪ বিবিএফজি ৯১০৬৮৬২ একটি মটর সাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেনসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার বিকালে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারিকে আটক করে।

add-content

আরও খবর

পঠিত