নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মদনগঞ্জ-মদনপুর হাইওয়ে সড়ক দখল করে রেখেছে অবৈধ দখলদাররা। ৩ মাস পূর্বে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান দুঘর্টনা লাগবে সড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও অবৈধ দখলদাররা এখন তা সরিয়ে নেয়নি। ১০ ফেব্রুয়ারী বুধবার বিকেলে সরে জমিনে গিয়ে অবৈধ স্থাপনা বহাল তবিয়তে অটোপার্সের দোকান, হোসিয়ারি, ওয়ার্কশপ, রেস্তোরা, সিমেন্টের দোকান, ওষুধের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, স্টীলের দোকান, মটর সাইকেলের দোকান রয়েছে দেখা যায়। অটো পার্সের দোকানদার জানান, তিনি টি দোকানে ৫ হাজার টাকা ভাড়ায় তিনি দোকান করে থাকেন। স্টেশন মাস্টার ইকবাল হোসেন এ সকল অবৈধ দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে থাকেন। এমপির নির্দেশে বন্দর থানার ওসি নজরুল ইসলাম অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দিলেও অজ্ঞাত কারণে তা আজও উচ্ছেদ হয়ানি। এ ব্যপারে স্থানীয় লোকজন বলেন বন্দর সমরক্ষের কাছে এ সকল অবৈধ স্থাপনা শোভা পায়না। অবৈধ স্থাপনায় লোকজনের সমাগমের কারণে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক দুর্ঘটনা লাঘবে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া জরুরী।
Thanks a ton for sharing this well put together web site. lamisil ohne Rezept in Amsterdam erhältlich