নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে এসে অমূল্য কুমার সাহা (৪০) নামে এক ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১৭ আগস্ট বুধবার রাতে তাকে বন্দর থানা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে প্রতরণার শিকার তৌহিদ হাসান বাদী হয়ে বুধবার রাতে প্রতারক ও ভূয়া পুলিশ অমূল্য কুমার সাহাকে অসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৬(৮)১৬।
গ্রেফতারকৃত প্রতারক অমূল্য কুমার সাহা কুমিল্লা জেলার চান্দিনা থানার বলাই গ্রামের গোপাল চন্দ্র সাহার ছেলে । জানা গেছে, কুমিল্লা জেলার চান্দিনা থানার বলাই গ্রামের গোপাল চন্দ্র সাহার প্রতারক ছেলে অমূল্য কুমার সাহা বুধবার রাতে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তৌহিদ হাসানের সাথে প্রতরণা করে। এবং এতে তৌহিদ হাসান প্রতিবাদ করলে প্রতারক অমূল্য কুমার সাহা ক্ষিপ্ত হয়ে তৌহিদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বন্দর থানায় আসে অভিযোগ দায়ের করার জন্য। সেখানেও নিজেকে ডিবি পুলিশ দাবি করে থানায় অভিযোগ লিখতে বললে পুলিশ তার ব্যাপারে খোজ খবর নিয়ে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত প্রতারক অমূল্য কুমার সাহা বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে তৌহিদ হাসান বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলায় তাকে ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে।