নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে গার্মেন্টস শ্রমিক শুভ ও ভার্সিটি পড়ুয়া শাওনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান অভিযুক্ত সানি ও মাজহার নামে ২ আসামীকে গ্রেফতার করেছে। ধৃতরা হচ্ছে, আমিন আবাসিক এলাকার মো. শহিদ মিয়ার ছেলে লাব্বি হাসান সানি ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মাজহার।
উল্লেখ্য, কয়েকদিন যাবৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পোষাক শ্রমিক শুভ এর সাথে আমিন আবাসিক এলাকার বখাটে সানি, আরাফাত ও সোহাগের সাথে বিরোধ চলছিলো। এ নিয়ে প্রায় সময় সানি ও তার সাঙ্গপাঙ্গরা শুভকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার রাতে আমিন আবাসিক এলাকায় শুভকে একা পেয়ে বখাটে সানি ও তার সহযোগীরা শ্রমিক শুভকে অকথ্য ভাষায় গালমন্দ করে। শুভ প্রতিবাদ করলে বখাটে সানি সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে শুভর উপর অতর্কিত হামলা চালায়। মুহুর্তেই তারা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা শুভ’র মাথায় এলোপাথাড়ি কুপিয়ে মারাতœত জখম করে। আহত শুভর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আহতাবস্থায় শুভকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানের পর বাড়ি ফেরার পথে শুভর বন্ধু শাওনকেও উল্লেখিত বখাটেরা পথরোধ করে ব্যাপক মারধর করে।
ধৃত ২ আসামীকে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।