নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে বৈদুতিক র্শট র্সাকিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকান সম্পর্ন পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে।
তবে এ ঘটনায় কোন আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। ১৩ জুলাই সোমবার রাতে বন্দর উপজেলার কড়িপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিপূরন বাবদ মালিকপক্ষ ৩০ লাখ টাকা দাবি করলেও বন্দর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে ভিন্ন কথা। ফায়ার সার্ভিস জানিয়েছে ক্ষতির পরিমান হবে ৫ লাখ টাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক মামুন ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে বন্দর থানায় জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৪৪১ তাং- ১৪-৭-২০ইং।
জানা গেছে, বন্দর থানার কড়িপাড়া এলাকার ভূইয়া ফরেন্স র্ফানিচার মালিক মামুন ভূইয়া ও মিম স্ট্রিল মালিক মহিন সাউদ ও সোমাই ফার্নিচার মালিক শহিদুল্লা প্রতিদিনের ন্যায় সোমবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাড়িতে আসে। পরে ওই রাতে হটাৎ অগ্নিকান্ড সংগঠিত হয়ে উল্লেখিত ৩টি দোকান সম্পর্ন পুড়ে যায়। সংবাদ পেয়ে দোকান মালিকরা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর র্পূবে দোকানের মালামাল পুড়ে যায় তারা গনমাধ্যমকে জানিয়েছে ক্ষতির পরিমান হবে ৩০ লাখ টাকা।