নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্প ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩শ ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বন্দর থানার কুতুববাগ দরবার শরিফের সামনে ও একই দিন রাতে নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় র্যাব-১১ ও বন্দর থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ১ (৯)২০ ও ২(৯)২০।
থানা সূত্রে জানা গেছে, র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি ফরিদুর রহমানসহ সঙ্গীয় র্ফোস টহল ডিউটি চলাকালিন সময়ে গোপন সঙবাদের ভিত্তিতে বন্দর থানার কুতুববাগ দরবার শরিফের সামনে অভিযান চালায়। ওই সময় ১শ ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দর চৌধুরী বাড়ি এলাকার মৃত আবুল কালাম মিযার ছেলে ইয়াবা ব্যবসায়ী সেলিম (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহিদুল আলমসহ সঙ্গীয় র্ফোস রাতে বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগস্থ জনৈক স্বপন মিয়ার র্হাডওয়ারের দোকানের সামনে অভিযান চালায়। অভিযান চালালে পুলিশ ১শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দর উপজেলার মনারবাড়ি এলাকার আলী হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আসলাম (২৮) ধামগড় এলাকার খোরশেদ মিয়ার ছেলে মাকসুদ (৩০) নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে পায়েল (১৯) ও নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে হৃদয় হোসেন (২০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করে ২রা সেপ্টেম্বও বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।