বন্দরে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দরে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজ সেবক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার লক্ষণখোলায় অবস্থিত আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে এই আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেনের সভাপতিত্বে ও প্রাধান শিক্ষক আব্দুল হালিম সরদারের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সাউদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম এমলাক, মুক্তিযোদ্ধা হরমুজ, ম্যানেজমেন্ট কমিটির কো-অপ্ট সদস্য নূর হোসেন, নারায়ণগঞ্জ জর্জ কোর্টের এপিপি মাহমুদুন নবী লিটন, বাংলা একাডেমির সদস্য কবি ইয়াদী মাহমুদ, কবি ও সাংবাদিক আব্দুল লতিফ রানা, নাসিক মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, সামসুল আলম বিপ্লব, শহীদুল্লাহ মাস্টার, হাজী আবুল হোসেন, শাহ সফিউদ্দিন, ছায়েদ আলী মাস্টার, ওমর আলী বকুল, শাহাবুদ্দিন শাহ, নাজিম উদ্দিন, হাজী আক্তার হোসেন, শাহ পরাণ বাপ্পি, কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মতামত তুলে ধরেন।

add-content

আরও খবর

পঠিত