নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানাধীন নাসিক এর ২২নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, আইন শৃঙ্খলারক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। এ উপলক্ষে ৭জুলাই সোমবার বিকেলে অত্র ওয়ার্ডের আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত বন্দর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশের কার্যক্রম আরো জনমুখী ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য এই কার্যক্রম উদ্বোধন হল। পুলিশ আর আগের মত নেই। বর্তমান পুলিশ জনবান্ধব। করোনা পরিস্থিতিতে পুলিশই নিজের জীবন বাজী রেখে আর্ত মানবতায় নিজেকে উজার করে দেয়।
তিনি আরো বলেন,সমাজ বিবর্তনে সচেতনতার বিকল্প নাই। মাদক সন্ত্রাসী ও জঙ্গীবাদ প্রতিরোধে জনগনকেই ভূমিকা রাখতে হবে। আপনারা সচেতনতা তৈরী করুন। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তাহলে সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবে রুপ নিবে।
অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (অপরাধ) শফিকুল ইসলাম,বন্দর থানা সেকেন্ড অফিসার আবুল হাসান, আল-আমিন জামে মসজিদের সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান,সিনিয়র সহ-সভাপতি আশু খান,সহ-সভাপতি ইব্রাহিম সরকার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর, সদস্য মাহবুব।
সমাপনি বক্তব্যে খান মাসুদ বলেন,অত্র ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করায় বন্দর থানা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে অনুরোধ করি ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করবেন না। এলাকাবাসীর সচেতন হওয়া উচিত। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডে তথ্য নির্ভয়ে পুলিশকে দিয়ে সমাজ গড়ার কাজে সহয়তা করি।
বন্দর থানা এস আই আবু তালেবের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মাসুম আহমেদ,ডালিম হায়দার, মোঃ হিরা, সানি, খোরশেদ আলম, মাইনুদ্দিন মানু,রাজু আহমেদ, আকিব হাসান রাজু।