নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ডা.এএফহক অটিজম মডেল চাইল্ড একাডেমির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বন্দর ইউনিয়নের দক্ষিণ খালপাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হালিম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
ডা. এএফহক অটিজম মডেল চাইল্ড একাডেমির চেয়ারম্যান একেএম ওবায়দুল হক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, অগ্রণী ব্যাংক সিবিএ জেলা সভাপতি নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নয়ন, বন্দর উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি নিলুফা বেগম, বন্দর ১নং ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হালিম বলেন, অটিজমদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী শিশুদের সহানুভূতি পেলে তারা সমাজের অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্ঠায় অটিজম নিয়ে ভাবনা দেশব্যাপী বিস্তৃত হয়েছে। সবাই সহযোগিতা করলে একদিন প্রতিবন্ধকতা থেকে অবশ্যই উত্তোরণ ঘটবে।