বন্দরে ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসায় বই বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারের ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালন করেছে বন্দর আমিন আবাসিক এলাকার ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা। ১লা জানুয়ারী সোমবার সারাদেশের ন্যায় উক্ত প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবটি পালন করেন মাদদ্রাসার সভাপতি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদসহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।

বই বিতরণের পূর্বে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যে জাতি যতো বেশি শিক্ষিত সে দেশ ততো বেশি উন্নত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনুযায়ী বছরের প্রথম দিনেই তোমরা তোমাদের নতুন বই পেয়েছো। তাই আমি আশা করি আগামীতে তোমরা লেখা পড়ায় আরও বেশি ভালো করবে এবং এখান থেকে পাশ করে বড় আলেম হাফেজ মাওলানা হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ প্রদর্শনের দিক নির্দেশনা দিবে। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হবে।

প্রিন্সিপাল মোঃ শরিফ হোসাইন এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, আমিন আবাসিক এলাকার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শারজাহান, মাদদ্রাসার নির্বাহী সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান, যুবলীগ নেতা মোঃ মাসুম, যুবলীগ নেতা শেখ মুমিন, ভাইসপ্রিন্সিপাল মোঃ হাসান মাহমুদ, শিক্ষক পারভেজসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত