বন্দরে পেটের পিড়ার যন্ত্রনা সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পেটের পিড়ার যন্ত্রনা সইতে না পেরে মাহামুদা (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত ২২ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫টায় বন্দর থানার মুরাদপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহননকারি স্কুল ছাত্রী মাহামুদা আক্তার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ছাত্রী ও বন্দর থানার মুরাদপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে বলে জানা গেছে।

আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে ধামগড় ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরির্দশন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আত্মহননকারি স্কুল ছাত্রীর মা তাসলিমা বেগম বাদী হয়ে ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

জানা গেছে, বন্দর থানার মুরাদপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে মাহামুদা আক্তার  নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। গত ২/৩ দিন যাবত স্কুল ছাত্রী মাহামুদা আক্তার পেট বেথায় ভূগছে। এ ঘটনায় মাহামুদার মা তাসলিমা বেগম তার মেয়েকে স্থানীয় ভাবে চিকিৎসা করালে সে প্রাথমিক ভাবে সুস্থ্য হলেও প্রায় সময় পেট বেথার কারনে কান্নাকাটি করে। এর ধারাবাহিকতায় গত ২২ জুলাই বুধবার বিকাল ৪টায় তাসলিমা বেগম তার স্কুল পড়ুয়া মেয়েকে বাড়িতে রেখে প্রয়োজনীয় কাজে মদনপুরে আসে। ওই সময় স্কুল ছাত্রী মাহামুদা আক্তারের পুনরায় পেট বেথা শুরু হলে এর যন্ত্রনা সইতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাসুছ জানান, এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে আমিসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মৃতদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

add-content

আরও খবর

পঠিত