বন্দরে পল্লী বিদ্যুতের অভিযানে ৪৯ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আওয়ামী লীগনেতা শহিদ হাসান মৃধা ও জাপানেতা আজিজুল ইসলামের বাড়ীসহ ৪৯ টি বাড়িতে অভিযান চালিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎকর্মীরা। রবিবার (২৬ মে) দুপুরে ২১নং ওয়ার্ডস্থ বিভিন্ন বাড়িতে মোবাইল কোর্ট অভিযান চালায় নারায়ণগঞ্জ-১ এর পল্লীবিদ্যুৎ সমিতি।

এ সময় বকেয়া বিদ্যৎ বিল পরিশোধ করতে না পাড়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের সোনাকান্দা কবনস্থান রোড এলাকার বাড়িতে ৫টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে বন্দর থানা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদ হাসান মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ১৫মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও নাসিক ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতি মোবাইল কোর্ট অভিযানে ৪৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। পল্লীবিদ্যুৎ সমিতির মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান।

এ সময় তাকে সহযোগীতা করেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আ. মজিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ ও বন্দর থানার এএসআই জালালসহ সঙ্গীয় ফোর্স।

add-content

আরও খবর

পঠিত