নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর রাজবাড়ি এলাকার ৭শতাদিকের অধিক পরিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নিয়মিত সিটি কর্পোরেশনের টেক্স প্রদান করেও ভোগ করতে পারছেনা সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় দফা নির্বাচনের এক বছর আগে রাজবাড়ি এলাকা বাসীর চলাচলের জন্য ড্রেনসহ রাস্তার অনুমোদন হলেও কাজ শেষ হয়নি তিন বছরেও। দিনের আলো শেষ হতেনা হতে অন্ধ কারে ঢেকে যায় ৭শতাদিকের অধিক পরিবার।
পৌরসভার আওতা থাকা কালীন ছিলো লাইটিংয়ের ব্যবস্তা কিন্তু সিটি আওতায় আসার পর সেই সুবিধা থেকেও বঞ্চিত এলাকা বাসী। চলাচলের সুব্যবস্থা না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চলাচল রত ব্যক্তিদের। দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদের কাছে একাধিক বার বলার পরেও টনক লরেনি নাসিকের।
গত শনিবার রাজবাড়ি এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায়, বন্দর সমকল্যানের পাশদিয়ে রাজবাড়ি ঢুকার প্রধান সড়কটি হজবরল অবস্থা। ড্রেনের কাজ শেষ করে দীর্ঘ দিন ধরে ফেলে রেখেছে যার ফলে চলাচলের অসুবিধা হচ্ছে এলাকাবাসীর। এই সড়কটি প্রতিনিয়ত ব্যবহার করে ৭শতর অধিক পরিবার। রাজবাড়ি এলাকায় নেই কোন লাইটিংয়ের ব্যবস্থা। কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে লাইটের সেট থাকলেও সেটি অচল বলে জানান এলাকা বাসী।
এব্যপারে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু আমাদের বলেন, রাস্তার অবস্থার কথা মনে করিয়ে দেওয়ার কিছু নেই। আমি এখন তোমার সাথে কথা বলছি রাস্তার উপর বালুর বস্তা ফালানো সেই বস্তার উপর দাড়িয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়ড় ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর প্রথম নির্বাচনের সময় নিজের পকেট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করেছি আর এই নির্বাচনে কত টাকা খরচ করেছি তার হিসেব নেই। অথচ মেয়ড় ও কাউন্সিলরের কাছে আমার রাস্তাটির কথা বলতে বলতে আমি নিজেই হাপিয়ে উঠেছি তাই আর রাস্তার বিষয়ে কিছু বলতে চাই না।
এব্যপারে রাজবাড়ি পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক মামুন হোসেন আমাদের বলেন, দীর্ঘ দিন অবহেলিত থেকে দ্বিতীয় নির্বাচনের আগে ড্রেনসহ রাস্তার কাজ ধরায় একটু খুশি হয়েছিলাম কিন্তু সেই খুশি বেশি দিন রইল না। কচ্ছপ গতিতে কাজ করে তিন বছর পার করলেও ড্রেনের কাজ এখনো শেষ করতে পারেনি। রাস্তার কাজ হবে কিনা জানিনা। এখন পুরো কাজই বন্ধ রয়েছে। কাজ অর্ধেক হয়ে বন্ধ হবার ফলে চলাচলের চরম ব্যঘাত ঘটছে এইতো কিছু দিন আগে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পরলে কোলে করে নিতে হলো।
এব্যপারে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ আমাদের বলেন, রাজবাড়ি এলাকার ড্রেনসহ রাস্তার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়ে ছিলো কিন্তু রচি এন্টারপ্রাইজের কনট্রাক্টর শাহিনের গাফলতির কারনে ৩ কোটি ৫০ লক্ষ টাকা ফেরত দিতে হয়েছে। এই কাজটি শেষ করার জন্য নতুন করে অনুদান পাশ করা হচ্ছে।