নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে রহিমা বেগম জোছনা (৪০) নামে এক নারী মানবপাচার চক্রের সদস্যক গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৪ ফেব্রুয়ারি)দিবাগত রাত ২ টায় বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকা থেকে মানব পাচারের অভিযোগ তাকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর বাসায় তল্লাশী করে ৫৫টি বাংলাদেশী পাসপোর্ট ও ২২টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, মানব পাচারকারী চক্রের এক ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাচারকারী রহিমা বেগম ওরফে জোছনাকে বিপুল পরিমাণ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ আটক করা হয়েছে। জোছনা ও তাঁর সহযোগী মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।