নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে অতন্ত্য উৎসবমূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস ও ৫০ বছর সুবর্ণ জয়ন্তী। ২৬ই মার্চ শুক্রবার প্রথম প্রহরেই বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর পরে সকাল সাড়ে ৮টায় সরকারি হাজী ইব্রাহিম আলম চান স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ কুচকাওয়াজ ও সমাবেশ। পরে সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয় প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সরকারি কর্মসূচির মাধ্যমে বেশ ঘটা করেই উদযাপিত হয় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী।
অনুষ্ঠানে বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুক্লা সরকার এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। এছাড়াও উপস্থিত থাকেন, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।