নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে রাস্তা দিয়ে বাড়ির মালামাল আনা নেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে বন্দরের কামতাল গ্রামের এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহতরাহলো, নিজামউদ্দিন(৭০), তার দুই ছেলে আনোয়ার হোসেন(২৩), নুর হোসেন(২০), শাহ জালাল সাজু(৪৫) তার স্ত্রী আকলিমা(৩০) ছেলে আমিনুল(১৪)। সংঘর্ষ থামাতে গিয়ে পাশের বাড়ির নাইমউদ্দিন ও শামীম নামের দুইজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের কামতাল গ্রামের নিজামউদ্দিন তার ঘর নির্মান করতে রাস্তা দিয়ে ইট বালু আনার সময় ভ্যানের চাকা আটকে পড়ে। এসময় নিজামউদ্দিন ও তার ছেলে নুর হোসেন কোদাল দিয়ে মাটি সরাতে থাকলে পাশের বাড়ির শাহজালাল সাজুর স্ত্রী আকলিমা ও তার ছেলে আমিনুল বাধা দেয়। এতে করে সাজু বাড়িতে এসে কিছু না জেনেই নিজামউদ্দিন ও তার ছেলে নুর হোসেনকে দা দিয়ে মাথা ও হাতে কুপিয়ে জখম করে। এ সময় নিজামউদ্দিনের বড় ছেলে আনোয়ার হোসেন তার বাবা ও ছোট ভাইয়ের রক্তারক্ত অবস্থা দেখে সেও কাঠ দিয়ে সাজুর মাথায় আঘাত করে রক্তারক্ত জখম করেছে। এর পর শুরু হয় দু’পক্ষের পাল্টা পাল্টি ধাওয়া ও হামলা। এ সংঘর্ষ থামাতে গিয়ে পাশের বাড়ির নাইমউদ্দিন ও শামীম আহত হয়েছে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যপারে কামতাল তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন জানিয়েছেন উভয় পক্ষের অভিযোগ নেয়া হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।