নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর আদর্শ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মায়েদের পা ধুয়ে দিয়েছে ১৫ টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এবং দুই দিনব্যাপী একুশের বই মেলার উদ্ধোধন হয়েছে। বৃহষ্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ আয়োজন করা হয়।
বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও সমমনা যুব উন্নয়ন পরিষদ পাঠাগারের সভাপতি অ্যাড. শাহ আলী মোহাম্মদ পিন্টু খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী। বিশেষ অতিথি ছিলেন, লেখক করীম রেজা, সাংবাদিক কবির হোসেন,কাউন্সিলর সুলতান আহমেদ, কাউন্সিলর শাওন অংকন, উপজেলা প্রকৌশলী নাজমুল,সমাজসেবা কর্মকর্তা মোক্তার হোসেন, সমাজ সেবক হাজী এম এ আউয়াল ও শিক্ষানুরাগী মোহাম্মদ রাশেদ খান।
প্রধান আলোচক উপজেলা নিবার্হী অফিসার পিন্টু বেপারী বলেন, বই আমরা অনেকেই পড়ি। বইমেলায় পাঠ্য বইয়ের বাহিরে গল্প , ছড়া ও শিশুতোষ বই আজকাল বাচ্চারা পড়ে না । শুধু পাশ করার জন্য বই পড়লে হবে না। শুধু এ প্লাস নয় আমাদের উচিত সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমাদের আদব কায়দা শিক্ষাতে হবে। আজকে একটি ছেলে যদি বেয়াদবি করে, সেটা ওই ছেলেটার দোষ নয় , দোষ আমাদের। আমরা ওকে আদব শিক্ষাতে পারি নাই । অ্যাডভোকেট পিন্টু খানের মত মহতী উদ্যোগ আপনাদের সবার নিতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে।
প্রধান অতিথি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, মায়েদের পা ধুয়ে দিচ্ছে শিশু শিক্ষার্থীরা সত্যি এটাই প্রকৃত ভালোবাসা। লেখক করীম রেজা বলেছেন স্বাধীনতার পর বন্দরে ১৯৭৭ সালে প্রথম বই মেলা হয়েছিল। আমরা চাই আগামীতে আরো বড় আয়োজন হবে ইনশআল্লাহ। সিএসডি রাস্তার বই মেলা করার জন্য আয়োজকদের আমি সার্বিক সহযোগিতা করব। আগে আমরা বড় ভাইদের কাছ থেকে বই নিয়ে পড়তাম। আজকাল ছেলেমেয়েদের বই পড়ার ব্যাপারে আগ্রহ কমে গেছে। আশা রাখি সমমনা যুব উন্নয়ন পরিষদ পাঠাগার ছাত্রদের বই পড়ায় আগ্রহী করতে সক্ষম হবে।
বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও বর্ণমালা শিশু নিকেতনের পরিচালক জি এম হাসান মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় পঞ্চায়েতের সভাপতি ইয়াকুর হোসেন প্রদীপ, কাউন্সিলর দুলাল প্রধানের সহধর্মনি হেলেন প্রধান, অধ্যক্ষ রোকসানা বেগম মুক্তা, অধ্যক্ষ রিনা আক্তার, অধ্যক্ষ শারমিন ফারজানা, অধ্যক্ষ রোজিনা , অধ্যক্ষ জিয়াউল হক, অধ্যক্ষ শাহ আলম,অধ্যক্ষ আল আমিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নুর আলম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, সোহেল, নাইম আহমেদ, জান্নাতুল ফেরদৌস সোয়াদ. কাকলী আক্তার, শিলা আক্তার, তানিয়া আক্তার, আইরিন সুলতানা. আবিদা সুলতানা, বেলাল হোসেন, কণা হাওলাদার, শায়রা আহমেদ, জয়ন্তী রাণী সাহা প্রমুখ।