নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। গত ২৬মে বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর উদ্ধারসহ ওই চোরদের আটক করা হয়। আটককৃতরা হলো- বন্দর উপজেলার নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত নুর ইসলাম মিয়ার ছেলে আব্দুল হালিম (৩৫) নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে আল আমিন (৪০) ও নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে শিপলু (২৯)।
এ ব্যাপারে মৎস খামার মালিক নূর হোসেন বাদী হয়ে ২৭মে শুক্রবার সকালে চুরি ও চোরাইকৃত মাল নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃত তিন চোরকে আসামী করে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করে। যার মামলা নং ৪৭(৫)২২ ধারা- ৩৭৯/৪১১/ পেনাল কোড ১৮৬০।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী রাত ১০টা হইতে ১১টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ১০১ টি-হোসেন রোড এলাকার বাসিন্দা নুর হোসেন মিয়ার মৎস খামারে চুরি সংগঠিত হয়। ওই সময় চোরের দলের প্রধান হোতা নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত নুর ইসলাম মিয়ার ছেলে আব্দুল হালিম, নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে আল-আমিন ও নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত ফকির চাঁন মিয়ার ছেলে শিপুল কৌশলে মৎস খামারে প্রবেশ করে সেচের মটর চুরি করে পালিয়ে যায়।