বন্দরে ডি ডব্লিউ এস এর শীত বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে ডিজেবল্ড ওয়েলফেয়ার সোসাইটি (ডি ডব্লিউ এস) এর পক্ষ থেকে প্রায় ২ শতাধিক অসহায় ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ জালাল সর্দারের মসজিদ সংলগ্ন কদম রসুল কমিউনিটি সেন্টারে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডি ডব্লিউ এস এর সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

বিতরণ অনুষ্ঠানকালে প্রধান অতিথির বক্তব্যে এম এ রশিদ বলেন, যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বত্র মানুষের কল্যানে কাজ করে তারা জীবদ্দশায় জনপ্রিয় এবং মরণোত্তর অমর হয়ে রয়। আমরা তেমনি আলোকিত মানুষ চাই। আর এই আলোকিত মানুষদের সমন্বয়ে একটা সুন্দর আলোকিত সমাজ গঠন করতে চাই।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মর্জিনা আহমেদ, কদম রসুল কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নিয়াজ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, আইএফআইসি ব্যাংক এর স্থানীয় উপ শাখার ম্যানেজার মো. ফখরুল ইসলাম শুভ, হাজী নুর ইসলাম, শাহজাহান মোল্লা, শাহীন মাহমুদ, স্টাডি কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, আলহাজ্ব মো. শোভন, মনির হোসেন প্রবাসী, মনু মিয়া, মো. শফিউদ্দিন মিয়া, রতন মাষ্টার, মো. রানা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত