বন্দরে জমি বিরোধে কুপিয়ে জখম, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জমি সংক্রান্ত বিরুদের জের ধরে এক পরিবারের চার জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা আলী হোসেন(৫৬)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ৩১ অক্টোবর (সোমবার) বিকেল মালিবাগ এলাকার মৃত সেরাজুল ইসলামের ছেলে আলী হোসেনকে মারামারি মামলায় গ্রেফতার করা হয় মামলা নং ৯(১০)২২। মামলার বাদি মোর্শেদা আক্তার বলেন, আমার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া ৬ অক্টোবর সকালে মনির হোসেন, নাজির হোসেন, মঞ্জুর হোসেন, আলী হোসেন, নাজমুল হোসেন, দিপু, অপু, তানভির, বাধন, খুশি, নাজমা, হাসনারা বেগম, সেলিনা, আমেনা আক্তার ইাতসহ ১৪/১৫ জন মালিবাগ এলাকায় আমার বসত বাড়িতে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গলায় চেপে ধরে। আমাকে বাচাতে আমার মা এগিয়ে এলে তাকে রামদা দিয়ে মাথায় ও শরিলের বিভিন্ন স্থানে কুপায় এবং আমার ভাই মোহাম্মদ হোসেন ও মহসিন বোন লিজা সুলতান আগাইয়া গেলে তারা তাদেরকেও কুপাইয়া রক্তাক্ত জখম করে আমাদের ঘরে লোটপার করে পাঁচ লক্ষ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র নিয়া যায়। আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন অঅগাইয়া আসলে তারা ভয়ভীতি দেখাইয়া পালিয়ে যায়। পরে উপস্থিতি লোকজন আমাদের খানপুর হাসপাতালে নিয়া গেলে আমার মা ও ভাইয়ের অবস্থা আশষ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড৷

add-content

আরও খবর

পঠিত