নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা শারদাজ্ঞলী ফোরামের উদ্যোগে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ সেপ্টেম্বর) ৯টায় বন্দর বাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে খানবাড়ী মোড়, নবীগঞ্জ পৌরসভা হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ হয়ে বন্দর দূর্গাপুজা মন্দিরে এসে সমবেত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। হিন্দুরা বিশ্বাস করেন কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের রূপ নিয়ে ধরায় এসেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে।
এ সময় বন্দর উপজেলা শারদাজ্ঞলী ফোরামের সভাপতি হরি সাহার নেতৃত্বে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা ও র্যালীতে অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা অনুকুল দেবনাথ, সাধারণ সম্পাদক লোকনাথ সাহা,কার্তিক সুত্রধর, বন্দর বাজার দূর্গাপুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক তথা মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চন্দ্র দে, ঋৃষিকেশ মন্ডল মিঠু, রঘুনাথ,সুজন দাস, সুজন মল্লিক, অজিত দাস, শিপলু মোদক, রঞ্জিত দাস, চঞ্চলা বর্মন, অলকা সাহা, কাকুলী সাহা, অনিতা বর্মন, ঊর্মিলা সরকার,তপন বর্মন প্রমূখ।