নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : চোরাইকৃত সিমেন্ট ভর্তি একটি ট্রাক উদ্ধারসহ আক্তার হোসেন (২৫) নামে এক ট্রাক হেলপারকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১৩ই জুন রবিবার রাতে সুদূর সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিমেন্ট বহনকারি ট্রাকটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ট্রাক মালিক মনিরুল ইসলাম বাদী হয়ে হেলপার আক্তার হোসেনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতাকৃত হেলপার আক্তার হোসেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার কোটালপুরস্থ কোনপাড়া এলাকার সায়েস্থা মিয়ার ছেলে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, সুদুর চাঁদপুর জেলার হাইমচর থানার নীল কমল এলাকার মৃত মোহাম্মদ হোসাইন মিয়ার ছেলে মনিরুল ইসলাম ঢাকা মেট্রো ট ২৪-২০৬২ নাম্বারের একটি ট্রাক ক্রয় করে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। সে সূত্র ধরে আক্তার হোসেন উক্ত ট্রাকে হেলপারের কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১১ই জুন রাত ৮টায় বন্দর থানাধীন মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরী থেকে ৩শ ব্যাগ সিমেন্ট যার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা বন্দর ঘাটস্থ হৃদয় এন্টার প্রাইজে পৌছে দেওয়ার উদ্দেশ্যে উল্লেখিত ট্রাকে লোড করে। পরে হেলপার আক্তার হোসেন মালিক ও ট্রাক চালককে না জানিয়ে চুরি করার উদ্দেশ্যে সিমেন্টবাহী ট্রাক নিয়ে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এলাকায় অবস্থান করে। পরে ট্রাক মালিক বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ১৩ই জুন রবিবার রাতে জিপিআরএস সূত্রে সংবাদ পেয়ে ফেঞ্চুগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযান কালে পুলিশ চোরাইকৃত সিমেন্টবাহী ট্রাকসহ হেলপার আক্তার হোসেনকে গ্রেফতার করে আজ ১৪ই জুন সোমবার দুপুরে তাকে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করে।