বন্দরে চেয়ারম্যান, মেম্বারদের সাথে এমপি সেলিম ওসমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের জতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, জাতীয় যে কোন সংকটে সাংবাদিকরা মূখ্য ভূমিকা রাখেন। বন্দর উপজেলা প্রশানের সকল কর্মকর্তাদের উদ্যোশ্যে বলেন, বন্দরের আর্থ সামাজিক উন্নয়নে বন্দর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সমন্বয় করার আহবান জানান, তিনি আরও বলেন, বন্দরে ৬টি অত্যাধনিক ট্রেনিং স্কুল, কম্পউিটার ল্যাব করার হবে। আপাততঃ তিনি নিজস্ব অর্থয়নে নবীগঞ্জে চলতি বছরের মধ্যে টানা ব্রীজ করা হবে। তিনি আরও বলেন, বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের লিখনের মাধ্যমে বন্দরের উন্নয়নে অসামন্য ভূমিকা রয়েছে। তাদের সাথে নিয়ে কাজ করুন।
৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীবের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, এড. মাহমুদা বেগম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )  হোসনে আরা বীনা, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, জেলা জাতীয়পার্টির যুগ্ন আহবায়ক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের ইনচার্জ ডা. আফতাব উদ্দিন, কৃষি অফিসার মোস্তফা এমরান, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম, কলাগাছিয়া উইপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন সহ সকল ইউপির মেম্বারবৃন্দ। এমপির উন্নয়ন মূলক মত বিনিময় সভায় ঐতিহ্যবাহী  বন্দর প্রেসক্লাবের অব্যাহত অবদানের কথা স্মৃতিচারণ করায় বন্দর প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত