নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলী ডকইয়র্ডে লোহার রিং চুরি ঘটনায় মামলা দায়েরের ১০ ঘন্টার ব্যবধানে অভিযুক্ত চোরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ ২৭ই মে বৃহস্পতিবার সকালে চুরি মামলার তদন্তকারি কর্মকর্তা সাইফুল আলম পাটুয়ারী বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (ঘ) অঞ্চল নারায়ণগঞ্জ আদালতে এ চার্জশিট দাখিল করেন তিনি। যার মামলা নং- ২৩(৫)২১ ধারা- ৩৭৯/৪১১।
জানা গেছে, ২৬ই মে বুধবার সকাল ৭ টায় বন্দর থানার মাহামুদনগরস্থ কর্নফুলী ডকইয়ার্ডের ভিতর থেকে ১শ ২০ কেজি ওজনের ৪টি লোহার রিং চুরি করে পালানোর সময় মোস্তফা (৪০) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে ওই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডরা। এ ব্যাপারে সিকিউরিটি ইনর্চাজ আবুল কালাম বাদী হয়ে ওই দিন দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আটককৃত চোরকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করে। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা মামলা দায়েরের ১০ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।