নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে চা দোকানীকে আহত করার মামলায় জামিন নিতে আসা ৩ সন্ত্রাসীকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের র্নিদেশ প্রদান করেছে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ঘ) অঞ্চল। ১লা ডিসম্বর মঙ্গলবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান এর আদালতে এ আদেশ দেন। জামিন না মঞ্জুরকৃত আসামীরা হলো, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দীপাড় এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে মাসুদ (৩২) একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৮) ও একই এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে সোহেল (২৮)।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দীরপাড় এলাকার ইসলাম হোসেন মিয়ার সাথে একই এলাকার আব্দুর বাতেন মিয়ার ছেলে মাসুদ ও আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন এবং আব্দুল বাতেন মিয়ার ছেলে সোহেল গং এর সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে গত ১০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় উল্লেখিত ৩ সন্ত্রাসীসহ একই এলাকার কামাল হোসেন এই এলাকার মৃত ভাসানি মিয়ার ছেলে আব্দুর লতিফ, মৃত সমশের আলী মিয়ার ছেলে আব্দুল বাতেন ও মৃত আনোয়ার আলীসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রসিী ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ ইসলাম মিয়ার চায়ের দোকানে হামলা চালায়। ওই সময় হামলাকারিরা দিনমজুর ইসলাম মিয়াকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। সে সাথে হামলাকারিরা দোকান ও আসবাবপত্র ভাংচুর করে আরো ১ লাখ ২৫ হাজার টাকা মালামাল ক্ষতি সাধন করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার বাদিনী পারভীন বেগম গনমাধ্যমকে জানায়, আমার নিরিহ স্বামীকে বেদম পিটিয়ে আহত করাসহ নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া ঘটনায় গত ১৪ নভেম্বর আমি সন্ত্রাসী মাসুদ, শাহাজালাল ও সোহেলসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মামলা দায়ের করি। পুলিশ এ মামলার উল্লেখিত আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ হলে ওই সুযোগে উক্ত মামলার ১নং এজাহার ভূক্ত আসামী মাসুদ, ২নং আসামী শাহাদাত ও ৩নং আসামী সোহেল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালতের বিচারক উক্ত আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের র্নিদেশ প্রদান করেন।